Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন

 

(ক) বর্তমান সরকারের ভিশন ২০-২১ সাল এর আলোকে বাগেরহাট জেলার সকল মোটরযা্ন, ড্রাইভার এবং সাধারণ গ্রাহকদের বিআরটিএ আইএস প্রোগ্রামের আওতাভুক্ত করণ।

 

(খ) বাগেরহাট জেলার সকল পরিবহন শ্রমিকদের মোটরযান চালনার লাইসেন্স সমূহ এইচএসডিএলএর (HSDL) নেটওয়ার্কের আওতায় আনয়ন করা হবে।

 

(গ) জেলার সাধারণ গ্রাহকদের পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্যাদি ওয়েব পোর্টাল/অন লাইনে সরবরাহ করা হবে।

 

(ঘ) ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষাসমূহ কম্পিউটারাইজ করা হবে;

 

(ঙ) সমগ্র বাংলাদেশে আরএফআইডি স্টেশন/সার্চ ওয়াচগেট স্থাপনের মাধ্যমে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ;

 

(চ) দেশের প্রতিটি জেলায় অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার স্থাপন;

 

(ছ) মোটরযানের গতি নিয়ন্ত্রণের নিমিত্তে গুরুত্বপূর্ণ সড়কে রাডার স্পীড ক্যামেরা স্থাপন ও নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে চালক ও মোটরযানের মালিককে মোবাইল মেসেজের মাধ্যমে সর্তক করা ও প্রযোজ্য জরিমানার পরিমান জানিয়ে দেওয়া।

 

(জ) বিভিন্ন টোল কালেকশন পয়েন্টে আরএফআইডি ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ে সরকারকে সহায়তা করা; 

 

(ঝ) ড্রাইভিং লাইসেন্স, ডিআরসি প্রস্তুতের পর তা গ্রাহকের ঠিকানায় পৌছিয়ে দেওয়া;

 

(ঞ) বিআরটিএ ডাটাবেজে মোটরযানের বিপরীতে চালকের তথ্য অন্তর্ভুক্ত করণ;

 

(ট) বিআরটিএ’র ডাটাবেজে মোটরযান চালকের মামলার তথ্য সংরক্ষণ